ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেপিসিএলের সহযোগী প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২১ জানুয়ারি ২০২১  
কেপিসিএলের সহযোগী প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু

শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পায়রা পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। গত ১৮ জানুয়ারি থেকে কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইউনাইটেড পায়রা পাওয়ারে কেপিসিএলের ৩৫ শতাংশ মালিকানা রয়েছে। সহযোগী কোম্পানিটি ১৫০ মেগাওয়াট এইচএফও ভিত্তিক পাওয়ার প্লান্ট। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে পাওয়ার পারচেড এগ্রিমেন্টের (পিপিএ) অধীনে কোম্পানিটি ১৫ বছরের জন্য চুক্তি করেছে।

ইউনাইটেড পায়রা পাওয়ার প্লান্টটি পটুয়াখালীর খলিশখালীতে অবস্থিত।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়