RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১২ ১৪২৭ ||  ১২ রজব ১৪৪২

সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২১ জানুয়ারি ২০২১  
সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাকের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।  ফলে ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  সূত্র জানায়, বৃহস্পতিবার এনার্জিপ্যাকের শেয়ার সর্বশেষ ৭৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।  এদিন কোম্পানির মাত্র ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯.৪২ শতাংশ বেড়েছে। সর্বশেষ ফান্ডটির প্রতি ইউনিট ২৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

ইন্ট্রাকো দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।  কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.১৪ শতাংশ বেড়েছে।  শেয়ার সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং বিএসআরএম লিমিটেড।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়