ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২১ জানুয়ারি ২০২১  
সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এছাড়া অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২১০ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫ টি শেয়ারের দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৯টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর।  সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ টাকা।

 

ঢাকা/এনএফ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়