RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১২ ১৪২৭ ||  ১১ রজব ১৪৪২

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময় ও গ্রাহক সমাবেশ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২২ জানুয়ারি ২০২১  
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময় ও গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে এ সমাবেশ হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাব্বির, জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে কক্সবাজার অঞ্চলের সাতটি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে দেশের উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংকের বিনিয়োগ, রেমিট্যান্স, আমদানি-রপ্তানির সফলতার কথা উল্লেখ করেন। তিনি সাধারণ মানুষ ও গ্রাহকদের কল্যাণে নিয়োজিত থাকার জন্য উপস্থিত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেন।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়