ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৩ জানুয়ারি ২০২১  
সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দাম বাড়ার শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২১.৯৪ শতাংশ। কোম্পানিটির মোট ১৪ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ারের দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৬.১৯ শতাংশ। কোম্পানিটির মোট ১৭ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ৩ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫.০৫ শতাংশ। কোম্পানিটির মোট ২০ কোটি ৮০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৬ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, জিবিবি পাওয়ারের ১৪.৫৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির ১৩.৩৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৪৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১০.১২ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৯.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৮৯ শতাংশ ও এডিএন টেলিকমের ৮.৬৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়