ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেক্সিমকো ফার্মার ২৫৯ কোটি টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:১৯, ২৪ জানুয়ারি ২০২১
বেক্সিমকো ফার্মার ২৫৯ কোটি টাকা লেনদেন

দেশের পুঁজিবাজারে রোববার (২৪ জানুয়ারি) লেনদেন কিছুটা বেড়েছে। এদিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২৫৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বেক্সিমকো ফার্মার ১ কোটি ২৫ লাখ ২৬ হাজার ৭৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২০৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে একই গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো।  কোম্পানির ১৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লঙ্কাবাংলা ফাইন্যান্স লেনদেনের শীর্ষ বিশ কোম্পানির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।  কোম্পানির ১২৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ বিশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রবি আজিয়াটা, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, বারাকা পাওয়ার, জিবিবি পাওয়ার, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিডি ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স, পাওয়ার গ্রীড, রিপাবলিক ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, অগ্রণী  ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়