দরপতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৪ জানুয়ারি) সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের।
ডিএসই সূত্রে জানা গেছে, মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ০৯ শতাংশ কমেছে। এ কারণে ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষ স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৮৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সোনালী আঁশ। কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৯৭ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।
রবি আজিয়াটা দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
দরপতনের তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, বিআইএফসি, নিউ লাইন ক্লোথিংস, আলিফ ম্যানুফ্যাকচারিং, বেলিজিং, আমান কটন ও ইউনিয়ন ক্যাপিটাল।
ঢাকা/এনএফ/এসএন