ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাস্টোডিয়ান লাইসেন্স পেলো ইউসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২৫ জানুয়ারি ২০২১  
কাস্টোডিয়ান লাইসেন্স পেলো ইউসিবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সিকিউরিটি কাস্টোডিয়ান লাইসেন্স পেয়েছে।

সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে চিঠি দিয়ে কাস্টোডিয়ান লাইসেন্সের বিষয়টি নিশ্চিত করেছে।

ইউসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত লাইসেন্স পাওয়ার ফলে ইউসিবি আগামী দিনে কাস্টোডিয়ান সেবা দিতে পারবে। এতে শেয়ারবাজারের সঙ্গে ব্যাংকটির সম্পৃক্ততা আরও বাড়বে।

প্রসঙ্গত, বর্তমানে ব্যাংকের তিনটি সহযোগী প্রতিষ্ঠান পুঁজিবাজারে ব্রোকারেজ সেবা, সম্পদ ব্যবস্থাপনা ও মার্চেন্ট ব্যাংকিং পরিচালনা করছে। প্রতিষ্ঠানগুলো হলো, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এদের মধ্য ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট দেশের অন্যতম শীর্ষ ব্রোকার। ২০২০ সালে এই ব্রোকারহাউজ লেনদেনের পরিমাণের দিক দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে দ্বিতীয় অবস্থানে ছিল।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়