ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তালিকাভুক্ত ২১ কোম্পানির পর্ষদ সভার তারিখ নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:০৪, ২৫ জানুয়ারি ২০২১
তালিকাভুক্ত ২১ কোম্পানির পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সেগুলোর মধ্যে-

৫টি কোম্পানি পর্ষদ সভা করবে ২৭ জানুয়ারি। এর মধ‌্যে বিকেল ৩ টায় জিলবাংলা সুগার, ইউনিক হোটেলের পর্ষদ সভা। আর বিকেল সাড়ে ৩টায় নর্দান জুট এবং বিকেল ৪টায় শ্যামপুর সুগার এবং সি পার্ল বিচের সভা।

২৮ জানুয়ারি পর্ষদ সভা করবে ৭ কোম্পানি।  এর মধ‌্যে বিকেল ৩টায় বিবিএস কেবলস, জাহিন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজের, বিকেল সাড়ে ৩টায় ফাইন ফুডস, আলহাজ্ব টেক্সটাইলের এবং বিকেল ৪টায় বিবিএস এবং কাট্টালি টেক্সটাইলের সভা।

এছাড়া ৩০ জানুয়ারি পর্ষদ সভা করবে ৯ কোম্পানি।  দুপুর আড়াইটায় এমআই সিমেন্টের, বিকেল ৩টায় কোহিনুর কেমিক্যাল, সাফকো স্পিনিং, ফু-ওয়াং সিরামিক, আরএন স্পিনিং, বিকেল সাড়ে ৩টায় ফারইস্ট নিটিং, তসরিফা ইন্ডাস্ট্রিজের এবং বিকেল ৪টায় কেডিএস এক্সেসরিজ ও সেন্ট্রাল ফার্মার পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এসব সভা শেষে কোম্পানিগুলো ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত প্রান্তিকের বা অর্ধবার্ষিক বা সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

 

ঢাকা/এনএফ/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়