ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কর ২ লাখ টাকার বেশি হলে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২২:৪০, ২৬ জানুয়ারি ২০২১
কর ২ লাখ টাকার বেশি হলে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক

২০২১-২২ অর্থবছরের শুরু থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর (ট্যাক্স) ২ লাখ টাকার বেশি হলে তা অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এছাড়া, ১ এপ্রিল থেকে আইসিডি কাস্টমস হাউজ, কমলাপুরে ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে বলেও জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভার্চুয়াল সেমিনার ও ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট প্রদান অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে করোনাকালে দেশের আমদানি–রপ্তানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরিবচ্ছিন্ন রাখতে সক্ষম হওয়ায় চট্টগ্রাম ও ঢাকার কাস্টমস হাউজ, বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশন এবং ১৭ কর্মকর্তাকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব বোর্ডকে অটোমেশনের আওতায় এনে স্বচ্ছতা নিশ্চিতে ই-পেমেন্টের রোডম্যাপ জারি করা হয়েছে। আমাদের সফটওয়্যার আছে। এর আওতায় ১ এপ্রিল থেকে আইসিডি কাস্টমস হাউজ, কমলাপুরে এ নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। জুলাই থেকে ট্যাক্সের পরিমাণ ২ লাখ টাকার বেশি হলে তা ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্টর মাধ্যমে দিতে হবে।’

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, ১৩টি স্ক্যানার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্ক্যানার স্থাপন হলে পণ্য ডেলিভারি আরও দ্রুত হবে।

করোনাকালে এক দিনের জন্য রাজস্ব বোর্ডের কার্যক্রম বন্ধ হয়নি, জানিয়ে তিনি বলেন, ‘অর্থনীতির চাকা সচল ও সাপ্লাই চেইন ঠিক রাখতে কাস্টমসের কার্যক্রম বা ভ্যাটের কার্যক্রম এক মিনিটের জন্যও বন্ধ হয়নি।’

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের এখন ১০টা স্ক্যানার আছে। অনেক পোর্টেই স্ক্যানার নেই। নতুন ১৩টি স্ক্যানার কেনার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।’

এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ছাড়াও রাজস্ব বোর্ডের সদস্য ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/শিশির/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়