ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আলহাজ্ব টেক্সটাইলের কার্যক্রম দেখভাল করছে তদারকি কমিটি

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২১
আলহাজ্ব টেক্সটাইলের কার্যক্রম দেখভাল করছে তদারকি কমিটি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ‘আলহাজ্ব টেক্সটাইল’ এর সার্বিক কার্যক্রম দেখভাল শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত তদারকি কমিটি। এ কমিটিতে বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, আলহাজ্ব টেক্সটাইলের স্বতন্ত্র পরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম ও ডিএসই’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে রাখা হয়েছে। সম্প্রতি তদারকি কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আব্দুল মতিন পাটোয়ারী।

চলতি বছরে ২৫ জানুয়ারি ডিএসই’র পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়,  ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলসের সার্বিক বিষয় দেখভালের জন্য বিএসইসি একটি বিশেষ তদারকি কমিটি গঠন করেছে। বিষয়টি ডিএসইকে চিঠি দিয়ে জানায় বিএসইসি। ওই চিঠির নির্দেশনার আলোকেই গঠিত তদারকি কমিটির সদস্য হিসেবে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আব্দুল মতিন পাটোয়ারীকে মনোনীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) বিএসইসির সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আলহাজ্ব টেক্সটাইলের সার্বিক কার্যক্রম তদারকি করতে কমিটি গঠন করে বিএসইসি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসই'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আলহাজ্ব টেক্সটাইল মিলসের সার্বিক বিষয় দেখভালের জন্য একটি বিশেষ তদারকি কমিটি গঠন করেছে বিএসইসি। ওই কমিটিতে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আব্দুল মতিন পাটোয়ারীকে মনোনয়ন দিয়েছে ডিএসই।’

এদিকে, বিএসইসি সূত্রে জানা গেছে, আলহাজ্ব টেক্সটাইলের তদারকি কমিটি গঠনের পাশাপাশি তাদের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় বিএসইসি আলহাজ্ব টেক্সটাইলের জন্য তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। তারা হলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কেএম সালাউদ্দিন এবং একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সহযোগী অধ্যাপক মিলিতা মেহজাবিন।

পরিচালনা পর্ষদ পুনর্গঠন নিয়ে বিএসইসি জানিয়েছে, আলহাজ্ব টেক্সটাইল ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। এরপরে কোম্পানিটির কোনো উন্নতি হয়নি। এছাড়া, কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকরা মাত্র ১২.৭৮ শতাংশ শেয়ার ধারণের মাধ্যমে বিএসইসির সর্বনিম্ন ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা লঙ্ঘন করেছে। অথচ কোম্পানিটিতে ৮৭.২২ শতাংশের মালিকানায় থাকা সাধারণ শেয়ারহোল্ডাররা গত দুই বছর ধরে কোনো লভ্যাংশ পাচ্ছেন না। বিষয়টি বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকারক ও বিএসইসি’র কাছে অপ্রত্যাশিত।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘আলহাজ্ব টেক্সটাইল মিলসের সার্বিক বিষয় দেখভাল করা সংক্রান্ত চিঠিতে তদারকি কমিটি গঠনের পরপরই কার্যক্রম শুরু করার নির্দেশ আছে। সম্প্রতি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী এ কমিটিতে যুক্ত হয়েছেন। নির্দেশনা অনুযায়ী তদারকি কমিটি কাজ শুরু করেছে।’

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়