ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্র্যাকের উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে অষ্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৮:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২১
ব্র্যাকের উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে অষ্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা

কক্সবাজারে উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক পরিচালিত স্থানীয় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ অষ্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশস্থ অষ্ট্রেলিয়ান হাইকমিশনের হিউম্যানিট্যারিয়ান অ্যাডভাইজার অ‌্যামি শ্যারিডান,  হিউম্যানিট্যারিয়ান অফিসার অ্যানা ল্যামিং। এই সময় ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির  হিউম্যানিট্যারিয়ান প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান,  হিউম্যানিট্যারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের (এইচসিএমপি) এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক, এইচসিএমপি’র হোস্ট কমিউনিটির প্রধান মতিন সর্দার, একই কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এস এম আবু কায়সারসহ কর্মসূচি সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ।

মঙ্গলবার (২ ফ্রেবুয়ারি) কক্সবাজারের উখিয়ার গয়লামারা অবস্থিত নারীবান্ধব কেন্দ্র এবং একই ইউনিয়েনের হাজিম্মাপারা গ্রামে অষ্টেলিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত হাজিম্মাপাড়ায় ব্র্য্যক প্রাইমারি স্কুল পরিদর্শন করেন।

অ্যামি শ্যারিডান স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বাল্যবিবাহ নিরোধে সচেতনতা সৃষ্টিতে সমস্যার আলোকে বাস্তবমূখী পদক্ষেপ ও কমিউনিটিকে সম্পৃক্ত করে বিশেষ ওরিয়েন্টশন সভা করার আলোকপাত করেন। এছাড়া, স্কুলগুলোতে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের হোম স্কুল পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করেন। 

  ঢাকা/সুমন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়