ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে উত্তরা ব্যাংকে, কমেছে আইএফআইসিতে

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২১
জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে উত্তরা ব্যাংকে, কমেছে আইএফআইসিতে

দেশের ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে। গত বছরে ডিসেম্বরের তুলনায় চলতি বছরের (২০২১) জানুয়ারিতে ৩০টির মধ্যে ২০টি ব্যাংকে বিনিয়োগ বাড়িয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এর মধ্যে সবচেয়ে বেশি  বেড়েছে উত্তরা ব্যাংকে। এই সময়ে ব্যাংকটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ৩১ শতাংশ। আর সবচেয়ে বেশি কমেছে আইএফআইসি ব্যাংকে। এ সময়ে ব্যাংকটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৫ দশমিক ৩৭ শতাংশ।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংকগুলোর সর্বশেষ ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর বিশেষ তহবিল, আমানতে সুদের হার কম থাকা, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সমন্বয়ের কারণে বাজারে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে, গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রত‌্যেক তফসিলি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সর্বোচ্চ ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে পারবে বলে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সে হিসেবে ৫৯ তফসিলি ব্যাংক পুঁজিবাজারে বিদ্যমান বিনিয়োগের বাইরেও আরও সর্বোচ্চ ১১ হাজার ৮০০ কোটি টাকা নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ফলে পুঁজিবাজারের ব্যাংকসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে শুরু করেছে। 

এরমধ‌্যে আল-আরাফা ইসলামী ব্যাংকে ০ দশমিক ২৩ শতাংশ, ব্র্যাক ব্যাংকে ০ দশমিক ৭২ শতাংশ, ঢাকা ব্যাংকে ০ দশমিক ১৫ শতাংশ, ইস্টার্ন ব্যাংকে (ইবিএল) ০ দশমিক ১১ শতাংশ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকে (এক্সিম)  ০ দশমিক ৩২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ০ দশমিক ১৮ শতাংশ, ইসলামী ব্যাংকে ০ দশমিক ০৯ শতাংশ, যমুনা ব্যাংকে ০ দশমিক ৬৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকে ১ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে (এমটিবি) ০ দশমিক ০৬ শতাংশ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকে (এনসিসি) ০ দশমিক ৪৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে ০ দশমিক ৯১ শতাংশ, প্রাইম ব্যাংকে ১ দশমিক ০৯ শতাংশ, পূবালী ব্যাংকে ০ দশমিক ১৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকে ০ দশমিক ২৮ শতাংশ, এসআইবিএল ব্যাংকে ০ দশমিক ১৩ শতাংশ, সাউথইস্ট ব্যাংকে ০ দশমিক ৮২ শতাংশ, স্ট্যান্ডার্ন্ড ব্যাংকে ০ দশমিক ০২ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) ০ দশমিক ১২ শতাংশ ও উত্তরা ব্যাংকে ১ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।

এদিকে, এবি ব্যাংকে ২ দশমিক ৯১ শতাংশ,  ব্যাংক এশিয়াতে ০ দশমিক ২৪ শতাংশ, সিটি ব্যাংকে ০ দশমিক ৭৫ শতাংশ, ডাচ্-বাংলা ব্যাংকে ০ দশমিক ০২ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকে ০ দশমিক ০৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকে ৫ দশমিক ৩৭ শতাংশ, ন্যাশনাল ব্যাংকে ০ দশমিক ০৫ শতাংশ, ওয়ান ব্যাংকে ০ দশমিক ২৪ শতাংশ, রূপালী ব্যাংকে ০ দশমিক ০১ শতাংশ ও ট্রাস্ট ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০ দশমিক ০৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘বাংকগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে যাওয়া ইতিবাচক। ব্যাংকগুলোর বিশেষ তহবিল গঠনের পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন। এছাড়া, ব্যাংকগুলোতে যে তারল্য সংকট ছিল, তা এখন নেই।’

এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিএসইসির সমন্বয়, ব্যাংকগুলো তাদের বিশেষ তহবিলের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ বাড়ানোর সুযোগ পেয়েছে।’ এছাড়া ব্যাংকে আমানতের সুদের হার কম থাকায়ও পুঁজিবাজারে বিনিয়োগে অনেকে ফিরছেন বলেও তিনি মনে করেন।

ঢাকা/এনটি/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়