ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
পুঁজিবাজারে দরপতন অব্যাহত

দেশের পুঁজিবাজারে আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দরপতন অব্যাহত রয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হলেও লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত আট কার্যদিবস পর সর্বনিম্ন অবস্থানে নেমেছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯১ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১০৫ পয়েন্ট কমে ৯ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪৬টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৯ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়