ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুন বৃত্তি প্রকল্প চালু করল সিজিআইএ ইনস্টিটিউট

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
নতুন বৃত্তি প্রকল্প চালু করল সিজিআইএ ইনস্টিটিউট

ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রফেশনালদের একটি গ্লোবাল বডি ‘সিজিআইএ ইনস্টিটিউট’ বিশ্বব্যাপী এর সদস্যদের জন্য নতুন বৃত্তি প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থে‌কে নতুন বৃত্তি প্রকল্প চালু করা হ‌য়ে‌ছে।

বুধবার (২৪ ফেব্রুয়া‌রি) সিজিআইএ ইনস্টিটিউট থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো চারটি পৃথক স্কলারশিপ স্কিম চালু করছে, যা বিশ্বব্যাপী এর সব সদস্যের জন্য সহজলভ্য এবং সুগম হবে।

চার ধরনের পৃথক স্কলারশিপগুলো হচ্ছে— গ্লোবাল এক্সেস স্কলারশিপ, স্টুডেন্টস মেম্বারস স্কলারশিপ, ওমেন ইন ফিন্যান্স স্কলারশিপ এবং মিডিয়া প্রফেশনালস স্কলারশিপ।

এই বৃত্তির জন্য আবেদনকারীর অবশ্যই সিজিআইএ আইডি থাকতে হবে, যা তাকে নিবন্ধনের সময় দেওয়া হয়েছিল।
বিস্তারিত জানতে: www.cgiainstitute.org/scholarships

ঢাকা/এন‌টি/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়