ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেক্সিমকোর ১২৪ কোটি টাকার বেশি লেনদেন

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
বেক্সিমকোর ১২৪ কোটি টাকার বেশি লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৪ ফেব্রুয়ারি) ১২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৬ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানির ৪৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪২ টাকায় বেচাকেনা হয়েছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির ৩৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, তাওফিকা ফুড, জিবিবি পাওয়ার, মীর আক্তার, গ্রামীণফোন, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

 

ঢাকা/এনএফ/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়