Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ১০ ১৪২৮ ||  ০৯ রমজান ১৪৪২

সাউথইস্ট ব্যাংকের এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট অ্যাপ উদ্বোধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
সাউথইস্ট ব্যাংকের এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট অ্যাপ উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি গাইডলাইন অনুযায়ী সহজে জাতীয় পরিচয়পত্র এবং বায়োমেট্রিক তথ্য (ফেসিয়াল এবং আঙুলের ছাপ) যাচাইয়ের মাধ্যমে নিমিষেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেড গ্রাহকদের জন্য ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ নামে এই মোবাইল অ্যাপ গুগল প্লে­স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে রয়েছে।  গ্রাহকরা সহজেই যেকোনো সময় যেকোনো স্থান হতে থেকে অ্যানড্রয়েড/আইফোন উভয় ধরনের মোবাইল ফোনে ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপটি ডাউনলোড করে নিমিষেই ই-কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

সাউথইস্ট ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা অথবা যেকোনো ব্যাংক থেকে ক্যাশ ডিপোজিট করে অ্যাকাউন্ট চালু করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে ব্যাংকিং লেনদেন শুরু করতে পারবেন।

সুমন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়