ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাপ্তাহিক দাম কমার শীর্ষে এনসিসিবিএল ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
সাপ্তাহিক দাম কমার শীর্ষে এনসিসিবিএল ফান্ড

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২-২৫ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। ফলে ফান্ডটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ইউনিটের ক্লোজিং দাম ছিল ৯ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দাম কমে দাঁড়িয়েছে ৭.৭০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম কমেছে ১.৩০ টাকা বা ১৪.৪৪ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৭.৭৯ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৭.৬০ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৭.৫১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৩৮ শতাংশ, বেক্সিমকোর ৬.১৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৬৮ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৫.৬৪ শতাংশ এবং মীর আখতার হেসাইনের ৫.৩৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়