ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউনিলিভারের পথচলার ইতিহাস নিয়ে বই প্রকাশ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
ইউনিলিভারের পথচলার ইতিহাস নিয়ে বই প্রকাশ

বাংলাদেশে নিজেদের গৌরবোজ্জ্বল পথচলা নিয়ে ‘যাত্রা (জার্নি): লাল সবুজের দেশে ইউনিলিভার এর গল্প' শীর্ষক বই প্রকাশ করেছে শীর্ষ স্থানীয় বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

কোম্পানির অভ্যন্তরীণ প্রকাশনা (বিক্রির জন্য নয়) হিসেবে প্রকাশিত এ বইটিতে বাংলাদেশে ব্যবসারত অন্যতম বৃহত্তম ও প্রাচীনতম বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের পথচলা ও সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছে। সাড়ে পাঁচ দশকেরও বেশি সময় আগে এই ভূখণ্ডে কার্যক্রম শুরু করার সময় বহুজাতিক এ কোম্পানির নাম ছিল ‘লিভার ব্রাদার্স’। সময়ের বিবর্তনে যা এখন সবার কাছে ‘ইউনিলিভার’ নামে পরিচিত।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। অন্যদের মধ্যে প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর এমপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ৪০ জন শীর্ষ স্থানীয় ও বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়