ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১ মার্চ ২০২১  
পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

বাংলাদেশের পুঁজিবাজারে সোমবার (১ মার্চ) সূচক বাড়লেও লেনদেন কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৮ কোটি  টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ১১৮টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়