ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সর্বোচ্চ দর বেড়েছে ই-জেনারেশনের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১ মার্চ ২০২১  
সর্বোচ্চ দর বেড়েছে ই-জেনারেশনের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১ মার্চ) সর্বোচ্চ দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেডের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে ।

ডিএসই সূত্র-মতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে।  কোম্পানির মোট ২৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জিকিউ বলপেন ডিএসইতে দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ  ১৩৫ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয়েছে।  

ডিএসইতে দর বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, তাওফিকা ফুডস, এসএস স্টিল, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, আলহাজ টেক্সটাইল  ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ঢাকা/এনএফ/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়