ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইবনে সিনার করপোরেট উদ্যোক্তা শেয়ার কিনবে  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৪ মার্চ ২০২১  
ইবনে সিনার করপোরেট উদ্যোক্তা শেয়ার কিনবে  

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে একই প্রতিষ্ঠানের করপোরেট উদ্যোক্তা পরিচালক ইবনে সিনা ট্রাস্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, ইবনে সিনার ১ লাখ শেয়ার কিনবে ইবনে সিনা ট্রাস্ট। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে এসব শেয়ার কিনবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রুল-৪ অনুযায়ী এসব শেয়ার অধিগ্রহণ শেষ হবে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পুঁজিবাজারে  ১৯৮৯ সালে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানির  ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি শেয়ার রয়েছে। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৪ দশমিক ৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে।

 

ঢাকা/এনএফ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়