Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১২ এপ্রিল ২০২১ ||  চৈত্র ২৯ ১৪২৭ ||  ২৮ শা'বান ১৪৪২

নতুন বিনিয়োগ বিষয়ে গোল্ডেন হার্ভেস্টের পর্ষদ সভা সোমবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৪ মার্চ ২০২১  
নতুন বিনিয়োগ বিষয়ে গোল্ডেন হার্ভেস্টের পর্ষদ সভা সোমবার

নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করা যায় কি না, সে বিষয়ে পরিকল্পনা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এ লক্ষ্যে আগামী ৮ মার্চ বিকেল ৪টায় পর্ষদ সভা করবেন এ কোম্পানির পরিচালকরা।

বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভায় নতুন ব্যবসায় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে নতুন ব্যবসার নামকরণও করবে পর্ষদ।

গোল্ডেন হার্ভেস্টের বিষয়ে আগেই মতামত জানিয়েছেন প্রতিষ্ঠানটির নিরীক্ষক। সেখানে শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ বিতরণ না করাসহ নানা বিষয় উঠে আসে।

এদিকে, গত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসানে পড়েছে।  এমন পরিস্থিতিতে কোম্পানির পর্ষদ নতুন ব্যবসায় বিনিয়োগের বিষয়ে সভা করবে। 

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়