ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুঁজিবাজারে ফিরেছে ১৪ হাজার কোটি টাকার মূলধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৬ মার্চ ২০২১   আপডেট: ১৩:৫৫, ৬ মার্চ ২০২১
পুঁজিবাজারে ফিরেছে ১৪ হাজার কোটি টাকার মূলধন

দেশের পুঁজিবাজারে গেলো সপ্তাহে বেশির ভাগ সময় ইতিবাচক ধারায় কেটেছে। এ সময় বেড়েছে সূচক ও লেনদেন। একই সঙ্গে আগের সপ্তাহে হারানো মূলধন ফিরেছে পুঁজিবাজারে। আলোচ্য সময়ে পুঁজিবাজারে ফিরেছে ১৪ হাজার কোটি টাকার বাজার মূলধন। 

শনিবার (৬ মার্চ) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গেলো সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকায়। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজারমূলধন ফিরেছে ৬ হাজার ১৪০ কোটি ১১ লাখ ৫১ হাজার টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯১ হাজার ৯৪৪ কোটি ৪৮ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ১০৮ কোটি ৫৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন ফিরেছে ৮ হাজার ১৬৪ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারে দুই স্টক এক্সচেঞ্জে বাজারমূলধন বেড়েছে ১৪ হাজার ৩০৪ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে ৩ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকা লেনদেন হয়েছে।  আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬৭৯ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ২৬০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৫৬৭ টাকা।

গেলো সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৭১৯ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৮৪৯ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৮৩ কোটি ৮২ লাখ ১৪ হাজার ১৭০ টাকার। সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ১৩৫ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  এর মধ্যে বেড়েছে ১৯৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৭৪৬ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪১ টাকা।

সিএসইতে গেলো সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৩৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৯০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৮টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

এনএফ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়