Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৩ এপ্রিল ২০২১ ||  চৈত্র ৩০ ১৪২৭ ||  ২৮ শা'বান ১৪৪২

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বিবিধ খাত

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৬ মার্চ ২০২১  
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বিবিধ খাত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বিবিধ খাত। ডিএসইতে ২০টি খাতের মধ্যে মোট লেনেদেনের ১৮.২০ শতাংশ অবদান রয়েছে এ খাতে।

ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক শেয়ারবাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, খাতভিত্তিক লেনদেনের তালিকায় ১২.৮০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। আর ১১.৪০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থান দখল করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।

এছাড়া, খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে খাদ্য ও অনুসঙ্গিক খাতে ৯.৮০ শতাংশ, টেলিওেযাগাযোগ খাতে ৯.৩০ শতাংশ, আর্থিক খাতে ৭ শতাংশ, প্রকৌশল খাতে ৬.৮০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫.৯০ শতাংশ, ব্যাংক খাতে ৫.৩০ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৫০ শতাংশ, বস্ত্র খাতে ২.৭০ শতাংশ, সেবা খাতে ১.৭০ শতাংশ, মিউচ্যুযাল ফান্ড খাতে ১.৭০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ১.৪০ শতাংশ, সিরামিক খাতে ০.৫০ শতাংশ, জীবন বিমা, ট্যানারি ও পেপার খাতে ০.৩০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.২০ শতাংশ এবং পাট খাতে ০.১০ শতাংশ লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletলকডাউন: ১৪-২১ এপ্রিল। যা যা চলবে: ১. বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিস। ২. পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না ৩. শিল্প-কারখানা ৪. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন, কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভূত থাকবে। ৫. ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ৬. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। ৭. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে || যা যা বন্ধ থাকবে: ১. সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২. সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে ৩. শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে