ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রাইম ব্যাংক ও আগাম ইন্টারন্যাশনালের পার্টনারশিপ চুক্তি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৬ মার্চ ২০২১   আপডেট: ১৯:২৯, ৬ মার্চ ২০২১
প্রাইম ব্যাংক ও আগাম ইন্টারন্যাশনালের পার্টনারশিপ চুক্তি

বাংলাদেশের স্বল্প আয়ের মানুষদের জন‌্য ডিজিটাল ঋণ সুবিধা চালু করার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্ল্যাটফর্ম আগাম ইন্টারন্যাশনালের মধ্যে সম্প্রতি পার্টনারশিপ চুক্তি হয়েছে। এ উদ্যোগ ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশনের চলমান প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আগাম ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শবনম নিদা ওয়াজেদ বলেছেন, ‘ব্যাংকিং সেবা পাওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সুবিধাভোগী মানুষদের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এ বিশেষ সেবা নিয়ে এসেছি। আমরা তাদের ব্যাংকিং সেবা পাওয়ার অভিজ্ঞতায় পরিবর্তন আনতে চাই। প্রাইম ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্তির প্রচেষ্টা নতুন উচ্চতায় পৌঁছে যাবে। এর ফলে এই সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিয়ে আমরা আরও অবদান রাখতে পারব।’

প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ বলেছেন, ‘উদ্ভাবনী প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আগাম ইন্টারন্যাশনালের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার জন্য অব্যাহতভাবে নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর সলিউশন চালু করা এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক পরিষেবায় অন্তর্ভুক্তি আমাদের অন্যতম লক্ষ্য। এ ধরনের পার্টনারশিপ ডিজিটাল ব্যাংকিংয়ে আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’ বিজ্ঞপ্তি

ঢ‌াকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়