ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে লাফার্জহোসিমের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৭ মার্চ ২০২১  
শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে লাফার্জহোসিমের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৭ মার্চ) শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লাফার্জহোলসিমের শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৬০ পয়সায়ে বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৭৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। কোম্পানি শেয়ার সর্বশেষ ৫৯৮ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। মোট ১১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট পাওয়ার লিমিটেড ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার মোট ৬৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল লিমিটেড, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স এবং ইফাদ অটোস লিমিটেড।

নাজমুল/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়