ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কক্সবাজারে চলছে ‘ওয়ালটন মিট দ্য ড্রিমার’

একরাম হোসেন পলাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ৭ মার্চ ২০২১   আপডেট: ২২:৩৭, ৭ মার্চ ২০২১
কক্সবাজারে চলছে ‘ওয়ালটন মিট দ্য ড্রিমার’

কক্সবাজারে চলছে ‘ওয়ালটন মিট দ্য ড্রিমার’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন। দেশের ইলেকট্রনিক্স খাতের সর্ববৃহৎ সেলস নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা সেলস অ‌্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে অংশ নিয়েছেন সারা দেশে বিস্তৃত ওয়ালটন প্লাজার সহস্রাধিক সেলস এক্সিকিউটিভ, ওয়ালটন পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার (৭ মার্চ, ২০২১) সন্ধ্যায় ‘হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট’ এর সামনে সমুদ্র নীড়ে সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর এস এম আশরাফুল আলম ও এস এম মাহবুবুল আলম, ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ আতশবাজির মাধ্যমে ‘মিট দ্য ড্রিমার’ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আরও উপস্থিত আছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জাকিয়া সুলতানা ও নিশাত তাসনিম শুচি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের    এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ফিরোজ আলম, মফিজুর রহমান প্রমুখ।

জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে করোনা দুর্যোগ কাটিয়ে চলতি বছর ওয়ালটন পণ্য বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে।

সম্মেলনে বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজা শাখার সেরা ম্যানেজার ও এরিয়া ম্যানেজারদের পুরস্কার দেওয়া হবে।

পলাশ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়