ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশবন্ধু পলিমারের জমি বিক্রির সিদ্ধান্ত স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৮ মার্চ ২০২১  
দেশবন্ধু পলিমারের জমি বিক্রির সিদ্ধান্ত স্থগিত

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ জমি বিক্রি করার সিদ্ধান্ত স্থগিত করেছে।

সোমবার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দেশবন্ধু পলিমার নরসিংদী জেলার পলাশ উপজেলার কাওয়াদী এলাকায় ১০৩ ডেসিমিল জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানিটি এই জমি বিক্রি করে দেশবন্ধু প্যাকেজিংয়ের ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে চেয়েছিল। এ বিষয়টি গত বছরের ৩০ ডিসেম্বর দেশবন্ধু পলিমারের অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় উপস্থাপন করা হয়। 

এদিকে, কোম্পানিটি ঋণ নিষ্পত্তি ও বন্ধক মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে। তবে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে ওই বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি দেশবন্ধু পলিমার। তাই কোম্পানিটির পরিচালনা পর্ষদ জমি বিক্রি করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়