ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়ন করেনি মোজাফফর হোসাইন, নিরীক্ষকের আপত্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৮ মার্চ ২০২১  
স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়ন করেনি মোজাফফর হোসাইন, নিরীক্ষকের আপত্তি

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলস ২০১১ সাল থেকে অর্থাৎ গত ১০ বছর স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়ন করেনি। ফলে এ বিষয়টি নিয়ে আর্থিক প্রতিবেদনে আপত্তি জানিয়েছে কোম্পানি কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট নিরীক্ষক।

মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় এমন অসঙ্গতি পেয়েছে নিরীক্ষক।

সোমবার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক প্রতিবেদনে দেখানো স্থায়ী সম্পদের মূল্য ও বাজার মূল্যে মধ্যে যেন উল্লেখযোগ্য পার্থক্য না থাকে, সে জন্য পুনঃমূল্যায়ন (রিভ্যালুয়েশন) করতে হয়। কিন্তু মোজাফফর হোসাইন কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়ন করেনি।

প্রসঙ্গত, বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে।  ১০০ কোটি ৯৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩৭৪টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩৯.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৯.১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.১৭ শতাংশ শেয়ার রয়েছে।

তানিম/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়