Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৮ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৩ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

প্রিমিয়ার ব্যাংকে নারীকর্মীদের ফুল দিয়ে বরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৯ মার্চ ২০২১  
প্রিমিয়ার ব্যাংকে নারীকর্মীদের ফুল দিয়ে বরণ

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (৮ মার্চ ২০২১) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মঙ্গলবার (৯ মার্চ) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান নাজিমুদ্দৌলা চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম, এসভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন বিভাগের প্রধান তারেক উদ্দিন, এফভিপি- সিআরএম বিভাগ ফারজানা বুশরা, এফভিপি ও লার্নিং এবং ট্রেইনিং বিভাগের প্রধান সাদিয়া মবিন হান্নান, প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সুমন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়