ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে সেতুবন্ধন হয়ে কাজ করবে এফবিসিসিআই’

জুনায়েদ শিশির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৫ মার্চ ২০২১   আপডেট: ০৯:৩২, ১৫ মার্চ ২০২১

সরকারের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সেতুবন্ধন হয়ে কাজ করতে চায় বলে জানিয়েছেন সংগঠনটির আসন্ন নির্বাচনে সভাপতির পদপ্রার্থী জসিম উদ্দিন। 

জসিম উদ্দিন এখন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি এবং বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি রাইজিংবিডির সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় ভোটারদের কাছে এখনও যাওয়া শুরু করিনি। তালিকা চূড়ান্ত হলেই প্রার্থীরা ভোটারদের কাছে যেতে শুরু করবেন। যারা প্রকৃত ব্যবসায়ী তারা যেন ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারেন, এটাই প্রত্যাশা করছি।’

সরকারের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ এখন এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে। এছাড়া, সরকারের এসডিজি বাস্তবায়ন, রূপকল্প ২০৪১ এবং ডেল্টা প্ল্যান এসব লক্ষ্যমাত্রা রয়েছে। এসব অর্জন করতে হলে বেসরকারি খাতের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে।’

সরকারের লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকে একযোগে কাজ করতে এফবিসিসিআই সেতুবন্ধনের মাধ্যম হিসেবে কাজ করবে। এটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করছি, ভবিষ্যতে এফবিসিসিআই এই লক্ষ্যে কাজ করবে।’

উল্লেখ্য, এফবিসিসিআই ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে সংগঠনটির  সাবেক সভাপতিরা সম্মিলিত সিদ্ধান্তে মো. জসিম উদ্দিনকে সভাপতি প্রার্থী ঘোষণা করেছেন। 

নির্বাচন পরিচালনা বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী, পরিচালক পদের ভোটগ্রহণ আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়