ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে পিই রেশিও ২.৭২ শতাংশ বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৩ এপ্রিল ২০২১  
ডিএসইতে পিই রেশিও ২.৭২ শতাংশ বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ মার্চ থেকে ১ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৪৩ পয়েন্ট। আর সপ্তাহ শেষে পিই রেশিও বেড়ে অবস্থান করছে ১৬.৮৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪৫ পয়েন্ট বা ২.৭২ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইতে সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৫৬ পয়েন্টে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০.৭৯ পয়েন্টে, খাদ্য খাতে ১২.২৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৬৪ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ১৪.৭০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৫.৪০ পয়েন্টে, বস্ত্র খাতে ১৬.৫৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৮.০৫ পয়েন্টে, বিমা খাতে ১৮.২৬ পয়েন্টে,  প্রকৌশল খাতে ১৯.০৪ পয়েন্টে, সিরামিক খাতে ২৬.০২ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩৮.৬১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৪৯.৯৭ পয়েন্টে, বিবিধ খাতে ৫০.৪৮ পয়েন্টে, পেপার খাতে ৬৭.২৬ পয়েন্টে, আর্থিক খাতে ৬৯.১৮ পয়েন্টে, চামড়া খাতে (-১৩.৬৪) পয়েন্টে এবং পাট খাতে (-৪১.৭১) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

সাধারণত যেসব কোম্পানির পিই রেশিও ১০ থেকে ১৫ পয়েন্টের মধ্যে থাকে, সেখানে বিনিয়োগ অনেকটাই ঝুঁকিমুক্ত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আর বিষয়টিকে গুরুত্ব দিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) মার্জিন রুলস ১৯৯৯ অনুযায়ী- পিই রেশিও ৪০ পয়েন্টের ওপরে অবস্থান করা কোম্পানির শেয়ারে বিনিয়োগে ঋণ সুবিধা প্রাপ্তিতে নিষেধাজ্ঞা রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়