ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউনে ব্যাংক খোলা থাকবে আড়াই ঘণ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৪২, ৪ এপ্রিল ২০২১
লকডাউনে ব্যাংক খোলা থাকবে আড়াই ঘণ্টা

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

প্রজ্ঞাপনে ব্যাংকিং খাতের লেনদেনের সময় সীমিত পরিসের করার কথা বলা হয়েছে। সে অনুযায়ী আড়াই ঘণ্টা ব্যাংকিং খাতে লেনদেন চলবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনা বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর ২ টা পর্যন্ত।

নাজমুল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়