ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৫ এপ্রিল ২০২১  
নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি 

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির অন্তর্বর্তীকালীন ও একটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

সোমবার (৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো, বিএসআরএম, বিএসআরএম স্টিল ও পদ্মা অয়েল কোম্পানি।

তথ্য মতে, কোম্পানি তিনটির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিএফটিএন) পদ্ধতিতে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসেবে পাঠানো হয়।

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিএসআরএম ১০ শতাংশ নগদ ও বিএসআরএম স্টিল ১০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করে। আর ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েল ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়