ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে ২৪০ কোম্পানির দর বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৬ এপ্রিল ২০২১  
ডিএসইতে ২৪০ কোম্পানির দর বেড়েছে

লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৮ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৪০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি শেয়ার দর। 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬১ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৭৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ারদর। সিএসইতে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৮৯ লাখ টাকা। 

লকডাউনের মধ্যে পুঁজিবাজারে লেনদেন হয় মাত্র দুই ঘণ্টা। সকাল ১০টায় শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। 

এনএফ/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়