ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩ কোম্পানির শেয়ারে বিক্রেতা শূন্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৪১, ৭ এপ্রিল ২০২১
৩ কোম্পানির শেয়ারে বিক্রেতা শূন্য

শেয়ারবাজার তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার বিক্রিতে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। ফলে কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ মূল্য স্পর্শ করে হল্টেড হয়ে পড়েছে।

বুধবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো— ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স।

তথ্য মতে, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ৪ লাখ ৮২ হাজার ৫৫৯টি শেয়ার কেনার আদেশ থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৫ টাকায় লেনদেন হয়েছে।

এদিকে, একই সময়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬৬ হাজার ২৪৭টি শেয়ার কেনার আদেশ থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪.৭০ টাকায় লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার কিনতে অসংখ্য ক্রয়াদেশ থাকলেও বিক্রেতা ছিল না। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকায় লেনদেন হয়েছে।

তানিম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়