ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ব্লু বন্ড ও সুকুক নিয়ে কাজ করছে বিএসইসি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ৮ এপ্রিল ২০২১  
‘ব্লু বন্ড ও সুকুক নিয়ে কাজ করছে বিএসইসি’

টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গ্রিন বন্ডের বাইরে ব্লু বন্ড ও সুকুক নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

বুধবার (৭ এপ্রিল) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিআইসিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘শেয়ারবাজারে সব ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে এই বাজারের উন্নয়নে মনিটরিং এবং সুপারভিশন বাড়ানোর পাশাপাশি সব স্টেকহোল্ডারদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। স্টেকহোল্ডারদের মানসিকতায় পরিবর্তনে বিআইসিএমসহ সংশ্লিষ্ট শিক্ষা, গবেষণা ও ট্রেনিং প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

প্রসঙ্গত, সমাপনী সেশনে একটি অ্যাকশন প্ল্যানের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ।

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়