ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের আপত্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৮ এপ্রিল ২০২১  
অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের আপত্তি

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট নিরীক্ষক। কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর আর্থিক হিসাব নিরীক্ষায় এ আপত্তি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানি কর্তৃপক্ষ প্রিমিয়াম পাওয়া যাবে হিসেবে রিসিভেবল বাবদ  ১১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ দেখিয়েছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর যার পরিমাণ ছিল ১১ কোটি ২৫ লাখ টাকা। দীর্ঘদিন ধরে এ অর্থকে সম্পদ হিসেবে দেখাচ্ছে কোম্পানিটি। কোম্পানি কর্তৃপক্ষ এর বিপরীতে সঞ্চিতি গঠন করেছে। এ অর্থ আদায়ে সন্দেহ রয়েছে বলে মনে করে নিরীক্ষ।

এদিকে, শ্রম আইন অনুযায়ী অগ্রণী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ গঠন করেনি বলে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়