ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এখনই ফ্লোর প্রাইস প্রত্যাহার হচ্ছে না ৪৪ কোম্পানির 

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৪৯, ৯ এপ্রিল ২০২১
এখনই ফ্লোর প্রাইস প্রত্যাহার হচ্ছে না ৪৪ কোম্পানির 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১০ কোম্পানির মধ‌্যে ৬৬টির শেয়ার থেকে ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে দীর্ঘদিনের আটকে পড়া টাকা হাতে পাবেন বিনিয়োগকারীরা। তবে,  ৪৪ কোম্পানির শেয়ারের ওপর ফ্লোর প্রাইস বহাল রয়েছে। এখনই এসব কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হচ্ছে না বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

এদিকে, ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, দীর্ঘদিন ফ্লোর প্রাইসে বহাল রাখা ঠিক হবে না। বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। বিশ্বের কোথাও এ ধরনের পদ্ধতি নেই। পতনমুখী বাজারকে ধরে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার কারণে অনেক বিনিয়োগকারী আটকেপড়া টাকা হাতে পাবেন। এর ফলে শেয়ারবাজারে গতি ফিরবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ফ্লোর প্রাইসের কারণে অনেক বিনিয়োগকারীদের এক বছর ধরে টাকা আটকা পড়ে আছে। বিএসইসির এ সিদ্ধান্তের কারণে আটকে থাকা বিনিয়োগকারীরা বের করতে পারবেন। মূলত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও লেনদেনের গতি বাড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া ৬৬টি কোম্পানির গতিবিধি পর্যবেক্ষণ করবে কমিশন। ফ্লোর প্রাইস প্রত্যাহারের সুফল পাওয়া গেলে পরবর্তী সময়ে বাকি ৪৪ কোম্পানির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে তা সহসায় করা হচ্ছে না।

এদিকে, বুধবার (৭ এপ্রিল) বিএসইসির ৭৬৯তম কমিশন সভায় ৬৬টি কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে তা কার্যকর করা হয়েছে। ফলে গত বুধবার পর্যন্ত শেয়ারবাজারে ১১০টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে ছিল। বৃহস্পতিবার ৬৬টি কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখনো ৪৪টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস বহাল রয়েছে।

এদিকে ৬৬টি কোম্পানির শেয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ লক্ষ্য করা গেছে। অনেক বিনিয়োগকারী অতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করেছেন। তবে এ বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, শুধু ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণেই বৃহস্পতিবার শেয়ারবাজারে দরপতন ঘটেনি। এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রফিট টেকিং। কারণ লকডাউন থেকে অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত শেয়ারবাজারে সূচক ১৪৮ পয়েন্ট বেড়েছে। ফলে বৃহস্পতিবার অনেকেই প্রফিট টেকিং করেছেন। আর বেশিরভাগ সময়েই সপ্তাহের শেষ কার্যদিবসে বিনিয়োগকারীরা মার্জিন ঋণে শেয়ার কেনা থেকে বিরত থাকেন। এছাড়া, এক সপ্তাহের লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না, সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিনিয়োগকারীরা ‘ওয়েট অ্যন্ড সি’ অবস্থানে রয়েছেন। ফলে এসব বিষয় বৃহস্পতিবার শেয়ারবাজারের ওপর প্রভাব ফেলেছে।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণে শেয়ারবাজারে কোনো প্রভাব পড়েছে কি না, জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক  মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়ার কারণে শুধু বৃহস্পতিবার শেয়ারবাজারে পতন হয়েছে, এমনটি ভাবা ঠিক নয়। প্রকৃতপক্ষে ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণে শেয়ারবাজারে তুলনামূলক অনেক কম প্রভাব পড়েছে। বৃহস্পতিবার শেয়ারবাজার পতনের জন্য আরও বেশ কিছু কারণ রয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার্থেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। যার ইতিবাচক প্রভাব পরবর্তী সময়ে বিনিয়োগকারীদের ওপর পড়বে।’

এখন ৪৪ কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হবে কি না, জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলো গতিবিধি আগে পর্যবেক্ষণ করা হবে। পরবর্তী সময়ে বাকি ৪৪টি কোম্পানির বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে ৪৪ কোম্পানির ফ্লোর প্রাইস সহসায় প্রত্যাহার করা হবে না।’

শেয়ারবাজার বিশ্লেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ফ্লোর প্রাইস বহার রাখা ঠিক হবে না। বিশ্বের কোথাও এ পদ্ধতি নেই। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার কারণে অনেক বিনিয়োগকারী আটকেপড়া টাকা ফেরত পাবেন। এ সিদ্ধান্ত শেয়ারবাজারের জন্য ইতিবাচক।’

এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান বলেন, ‘ফ্লোর প্রাইসের কারণে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের অনেক টাকা আটকে আছে। এর ফলে বিনিয়োগকারীরা একটু স্বস্তি পাবেন।’

প্রসঙ্গত, ২০২০ সালে দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে শেয়ারবাজারে ধারাবাহিক পতন শুরু হয়। এ পতনরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ওই বছরের ১৯ মার্চ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের ওপর ফ্লোর প্রাইস নির্ধারণ করে বিএসইসি।

/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়