ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুন ২ কোম্পানি লেনদেনের শীর্ষে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১০ এপ্রিল ২০২১  
নতুন ২ কোম্পানি লেনদেনের শীর্ষে 

অন্যান্য সময়ের মতো এবারও গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ স্থান বেক্সিমকোর দখলে। তবে এবার তালিকায় সদ্য তালিকাভুক্ত দুই কোম্পানি স্থান পেয়েছে। শনিবার (১০ এপ্রিল) সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সদ্য তালিকাভুক্ত দুই কোম্পানির মধ্যে একটি রবি আজিয়াটা, অন‌্যটি দেশ জেনারেল ইন্স্যুরেন্স। এদিকে, গেলো সপ্তাহে বেক্সিমকোর ২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ১৮ শতাংশ।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সদ্য তালিকাভুক্ত রবি আজিয়াটা। গেলো সপ্তাহে কোম্পানিটির ১৫৩ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৬০ শতাংশ।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩৯ শতাংশ। এতে কোম্পানিটি ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্রভাতী ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি, সদ্য তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

ঢাকা/এনএফ/এনই/  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়