ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মে মাসে এম এল ডাইংয়ের নতুন ইউনিটের উৎপাদন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১২ এপ্রিল ২০২১  
মে মাসে এম এল ডাইংয়ের নতুন ইউনিটের উৎপাদন শুরু

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এম এল ডাইংয়ের নতুন ইউনিটে উৎপাদন চলতি বছরের মে মাস থেকে শুরু হবে। সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (১২ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এম এল ডাইংয়ের নতুন স্পিনিং ইউনিট গাজীপুর জেলার ভবানীপুর অবস্থিত। বর্তমানে মেশিন স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কোম্পানিটি আশা করছে চলতি বছরের মে মাসে নতুন ইউনিটে উৎপাদন শুরু করতে পারবে।

এ প্রকল্পের জন্য ৬২ কোটি ৫৮ লাখ ব্যয় ধরেছে কোম্পানিটি। নতুন প্রকল্পে আইপিও ফান্ড থেকে ১৩ কোটি ৪ লাখ টাকা ব্যয় করবে। এছাড়া বাকি ৪৯ কোটি ৫৪ লাখ টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন ও ঋণ নেবে।

কোম্পানিটি প্রত্যাশা করছে, নতুন ইউনিট চালু হলে গড়ে প্রতিদিন ১৬ হাজার ৫০০ কেজি ইয়ার্ন উৎপাদন করবে। নতুন প্রকল্পের মাধ্যমে কোম্পানিটি বছরে ৭৮ কোটি টাকা আয় করবে। নিট প্রফিট ১২ কোটি টাকা ধরা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়