ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইস্টার্ন লুব্রিকেন্টস ও বিডি ফাইন্যান্সের লভ্যাংশ প্রেরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১২ এপ্রিল ২০২১  
ইস্টার্ন লুব্রিকেন্টস ও বিডি ফাইন্যান্সের লভ্যাংশ প্রেরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ও বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট তাদের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

ইস্টার্ন লুব্রিকেন্টস: কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির বোনাস শেয়ার মঙ্গলবার (১২ এপ্রিল) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

প্রসঙ্গত, উভয় কোম্পানি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়