ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:০২, ১২ এপ্রিল ২০২১
সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

দেশের পুঁজিবাজারে আগের কার্যদিবসের চেয়ে সোমবার (১২ এপ্রিল) সূচকের পাশাপাশি লেনদেন কিছুটা বেড়েছে। এদিন বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬০পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা।  ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৮ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২০০ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৯ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির শেয়ার দর।  সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮ লাখ টাকা।

এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়