ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লকডাউনে পণ্য পরিবহন সমস্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা নিন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:০৩, ১৩ এপ্রিল ২০২১
লকডাউনে পণ্য পরিবহন সমস্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা নিন

লকডাউন চলাকালে দেশের বিভিন্ন প্রান্তে নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল সেল খুলেছে। পণ্য পরিবহন, বিপণনে যেকোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।

কন্ট্রোল সেলের নম্বর-০১৭১২১৬৮৯১৭, ০১৭৩৮১৯৫১০৬, ০১৭৫৬১৭৩৫৬০।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো.আব্দুল লতিফ বকসীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা হিসেবে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। তবে এ সময় নিত্যপণ্য উৎপাদন,আমদানি, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে লকডাউনের কড়াকড়ি শিথিল রাখা হয়েছে।
 

হাসনাত/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়