Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৯ মে ২০২১ ||  বৈশাখ ২৬ ১৪২৮ ||  ২৬ রমজান ১৪৪২

ব্লক মার্কেটে ৪৩ কোটি ২০ লাখ টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৫ এপ্রিল ২০২১  
ব্লক মার্কেটে ৪৩ কোটি ২০ লাখ টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ৪৩ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে।  এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে রেনাটার ৯ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে বেক্সিমকো ফার্মা। কোম্পানির ৮ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৬ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে আছে স্কয়ার ফার্মা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৩০ হাজার টাকা, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৭১ লাখ ৮৪ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৩৪ হাজার টাকা, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯ লাখ ১৭ হাজার টাকা, বিবিএস কেবলসের ২৫ লাখ ৩ হাজার টাকা, বেক্সিমকোর ৫৩ লাখ ২৭ হাজার টাকা, সিটি ব্যাংকের ১৯ লাখ ৮৪ হাজার টাকা, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১৬ লাখ ৭ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ৪ কোটি টাকা, জিবিবি পাওয়ারের ৫ লাখ ২ হাজার টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ৫ লাখ টাকা, রিং শাইনের ১০ লাখ ৮৮ হাজার টাকা, সী পার্ল বীচের ১৭ লাখ ৮০ হাজার টাকা, সিমটেক্সের ৬০ লাখ ৮১ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ১৬ লাখ ৩৫ হাজার টাকা এবং উত্তরা ব্যাংকের ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়