ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মূলধন বেড়েছে ১২ হাজার ৬৭০ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৭ এপ্রিল ২০২১  
মূলধন বেড়েছে ১২ হাজার ৬৭০ কোটি টাকা

করোনা সংক্রমণ রোধে দেশে সর্বাত্মক লকডাউন চলছে। আর এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে লেনদেনের সময় সীমিত করা হয়েছে। তবু পুঁজিবাজারে অধিকাংশ সময় সূচকের ইতিবাচক ধারা অব্যাহত ছিল, তবে লেনদেন কমেছে। এরপরও এই সময়ে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ১২ হাজার ৬৭০ কোটি টাকা।

শনিবার (১৭ এপ্রিল) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথমতে, গেলো সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৩ হাজার ৫১৪ কোটি ৪০ লাখ ৫৩ হাজার টাকা।
 
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮০ হাজার ৩৫৪ কোটি ৯৫ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫১০ কোটি ৮২ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৫৫ কোটি ৮৭ লাখ টাকা।

পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৬৭০ কোটি টাকা।  

গেলো সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকার। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ১৩ দশমিক ১৪ শতাংশ।

ডিএসইতে গেলো সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৬০৬ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গেলো সপ্তাহে ৩৭৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২১৭ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ৭৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১২৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে ২৭৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৪৯ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির শেয়ার দর।

ঢাকা/এনএফ/এনই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়