ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কর্মকর্তাদের ৩৫ লাখ শেয়ার দেবে মিডল্যান্ড ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৭ এপ্রিল ২০২১  
কর্মকর্তাদের ৩৫ লাখ শেয়ার দেবে মিডল্যান্ড ব্যাংক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারিখাতের মিডল্যান্ড ব্যাংক। এর আগে ব্যাংকটি তাদের কর্মকর্তাদের মাঝে ৩৫ লাখ শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমতি চেয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজারে ৭ কোটি শেয়ার ছাড়তে চায়। এরমধ্যে ৩৫ লাখ শেয়ার ব্যাংকটির কর্মকর্তাদের মাঝে বরাদ্দ দেবে। আর বাকি ৬ কোটি ৬৫ লাখ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া হবে। 

ব্যাংকটি কর্মকর্তাদের মাঝে বরাদ্দকৃত ৩৫ লাখ শেয়ার দুই বছর পর্যন্ত লকইন থাকবে।

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়