ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দরপতনের শীর্ষে রহিমা ফুড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৮ এপ্রিল ২০২১  
দরপতনের শীর্ষে রহিমা ফুড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৮ এপ্রিল) সবচেয়ে বেশি দরপতন হয়েছে রহিমা ফুড করপোরেশনের। কোম্পানিটি ডিএসইর দরপতনের শীর্ষে উঠে এসেছে। আগের দিনের চেয়ে কোম্পানির শেয়ার দর ৪ দশমিক ৫২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রহিমা ফুডের শেয়ার সর্বশেষ ২২১ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৪ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে।

ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে। ফান্ডটির প্রতি ইউনিট সর্বশেষ ৭ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। ফান্ডটির মোট ১১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মীর আক্তার হোসেন লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামি ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনার্স।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়