ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লকডাউনে অর্থনীতির ক্ষতি: যা বলছেন বিশেষজ্ঞরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২১, ২০ এপ্রিল ২০২১  
লকডাউনে অর্থনীতির ক্ষতি: যা বলছেন বিশেষজ্ঞরা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারা দেশে চলছে লকডাউন। তবে, অর্থনীতির স্বার্থে শিল্পকারখানা খোলা রাখা হয়েছে। কৃষিপণ‌্য উৎপাদন ও পরিবহনও লকডাউনের আওতামুক্ত আছে। এতে অর্থনীতির ক্ষতি গত বছরের লকডাউনের তুলনায় কম হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদ এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ‘সরকার সর্বাত্মক লকডাউন ঘোষনার পর ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। যদি ব্যাংক বন্ধ থাকত তাহলে উৎপাদনশীল শিল্প খোলা রেখেও লাভ হতো না। লকডাউনে কৃষি, শিল্পকারখানা ছাড়াও ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চলছে। এ সময় আমদানি-রপ্তানিতে কী ধরনের ব্যাঘাত ঘটছে, তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এ সময় বৈদেশিক সাহায্য বিতরণে কিছুটা ধীর গতি যাচ্ছে। তবে গত বছরের লকডাউনের চেয়ে এবার অর্থনীতিতে ক্ষতি কম হবে। তবে ক্ষতি কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। কারণ, করোনার দ্বিতীয় ঢেউয়ের গভীরতা কি রকম হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ রাইজিংবিডিকে বলেন, ‘এবারের লকডাউনে সার্বিক অর্থনীতিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ, উৎপাদনশীল কাল-কারখানা খোলা আছে। তবে সার্ভিস সেক্টরে যাদের বিনিয়োগ আছে, তাদের সমস্যা হবে। সেখানে যারা কাজের মধ্যে আছে, তাদের ওপর চাপ বেশি বাড়বে।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের গভীরতা কেমন হবে, তার ওপর ভিত্তি করে অর্থনীতির ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। তাই ক্ষতির বিষয়টি এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। যেহেতু শিল্পকারখানা খোলা রয়েছে, গত বছরের তুলনায় লোকসান অনেকটা কম হবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন চলছে।

ঢাকা/এনএফ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়